বাংলাদেশ

করোনা ঠেকাতে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক বাংলাদেশে

ব্রিটেন থেকে ক্রমে ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই নয়া স্ট্রেন। এই নয়া স্ট্রেনটি দ্রুত ছড়িয়ে পড়ছে। ভারতে ইতিমধ্যেই ৬ জনের মধ্যে তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে লন্ডন থেকে ফিরলেও বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকার নিদান দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সংক্রমণ রুখতে ব্রিটেন থেকে আগত যাত্রীদের নিভৃতে রাখার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, ‘‌ঢাকার আশকোনার হজ ক্যাম্প এবং দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা আছে। পাশাপাশি কিছু হোটেলও ঠিক করা থাকবে। সিলেটেও স্থানীয়ভাবে ব্যবস্থা করা হবে।’‌
উল্লেখ্য, বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা। সুতরাং সতর্ক সরকার। আগামী জানুয়ারি মাসের মধ্যেই প্রতিষেধক হাতে চলে আসার কথা থাকলেও তা দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়ে প্রশ্ন থাকছেই।
সৌদি আরব–সহ তুরস্কও আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছে। ব্রিটেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমস্ত উড়ান বাতিল করে দিয়েছে তাঁরা। আরও বহু দেশ ব্রিটেনের সঙ্গে সমস্ত আন্তর্জাতিক উড়ানও বাতিল করেছে। তালিকায় রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ইতালি, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও ইজরায়েল। আমেরিকা আপাতত গোটা বিষয়টির দিকে নজর রাখছে। ইতিমধ্যে ব্রিটেনে ভালমতোই থাবা বসিয়েছে নয়া করোনা ভাইরাস। সংক্রমণ রুখতে ক্রিসমাসের আগেই সেদেশে লকডাউন জারি করা হয়েছে।