এবার কোয়ারেন্টিন সেন্টারে বাইরের লোকজন রাখা নিয়ে অশান্তি চরমে পৌঁছল। গ্রামের কোয়ারেন্টিন কেন্দ্রে বহিরাগতদের থাকতে দেওয়া যাবে না বলে সোচ্চার হলেন গ্রামের বাসিন্দারা। আর তাতে বেজায় চাপে পড়ল জেলা প্রশাসন। এই দাবিতে দুর্গাপুরের লাউদোহার নতুনডাঙ্গা এলাকায় বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তাতেই পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামের প্রাথমিক বিদ্যালয়কে সাত দিন আগে কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে। আর সেখানে রাতের অন্ধকারে বহিরাগত পরিযায়ীদের রাখা হচ্ছে। এই সেন্টারগুলিতে অন্য গ্রামের মানুষকে তাঁদের গ্রামে রাখতে দেওয়া যাবে না। এই দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
এখানেই শেষ নয়। বিক্ষোভ সামাল দিতে শুক্রবার ঘটনাস্থলে যান লাউদোহা থানার পুলিশ এবং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়। এই কোয়ারেন্টিন কেন্দ্রে কেবলমাত্র এলাকার মানুষজন থাকবেন, এই আশ্বাসের পরে বিক্ষোভ প্রত্যাহার করেন বাসিন্দারা। তবে তাঁরা নজর রাখবেন বলেও জানিয়েছেন।
