আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ভারত সফরে আসছেন পুতিন, কবে?

ব্রিকস সম্মেলনে যোগ দিতে অক্টোবরে রাশিয়া যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন।

রাশিয়ার প্রশাসনিক সদর দফতর ক্রেমলিনের পক্ষে জানানো হয়েছে, খুব শীঘ্রই পুতিনের ভারতের সফরসূচি ঘোষণা করা হবে। তা নিয়ে আলোচনা চলছে। ভারতে মোদির সঙ্গে বৈঠক করবেন পুতিন। প্রসঙ্গত, চলতি বছরেই দু’বার রাশিয়া যান মোদী।

গত জুলাইয়ে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো যান নরেন্দ্র মোদি। তারপর অক্টোবরে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতেও রাশিয়া যান প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠকও সারেন মোদি।