আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ইউক্রেন যুদ্ধ শেষ করতে এই সব শর্ত দিলেন পুতিন

অবশেষে ইউক্রেন যুদ্ধ শেষ করতে আগ্রহী হলেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধ শেষ করতে তিনটি শর্ত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শর্তগুলো হলো- আরও ভূখণ্ড ছাড়ার জন্য রাজি থাকতে হবে কিয়েভকে, দেশের আরও ভেতরে তাদের সেনা সরিয়ে নিতে হবে এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত হওয়ার ইচ্ছা ত্যাগ করতে হবে।

ইউক্রেনে শান্তি প্রচেষ্টা নিয়ে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সম্মেলনের মধ্যেই শুক্রবার পুতিন তাঁর এসব শর্তের বিষয়টি সামনে আনেন। সুইজারল্যান্ডের ওই সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের প্রতিনিধি অংশ নেয়। সম্মেলনে অবশ্য রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।

যদিও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পুতিন যে প্রস্তাব দিয়েছেন তা বিশ্বাস করার মতো নয়। তাঁর শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতিতে গেলেও তিনি হামলা বন্ধ করবেন না।