ট্যাঙ্কারে ফুটো। আর তা থেকে লিক করে ডিজেল মিশেছে সাইবেরিয়ার নদীতে। পরিস্থিতি জানতে পেরে বেজায় চটেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাগের চোটে দেশে জরুরি অবস্থা জারি করে দিয়েছেন তিনি। ক্ষোভে ফেটে পড়েছেন নরিলস্ক নিকেল নামে এক খনন সংস্থার বিরুদ্ধে। আর সেই তেলে নদীর জল বিষাক্ত হয়ে পড়েছে বলে খবর।
জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে রাশিয়ার সাইবেরিয়ার নরিলস্ক শহরে। আম্বার্নোয়া নদীর জলে মিশেছে ট্যাঙ্কার থেকে লিক করা ২০ হাজার টন ডিজেল। ফলে রক্তবর্ণ হয়ে গিয়েছে নদীর জল। দূষণের ঘটনা স্যাটেলাইট ছবিতেও তা ধরা পড়ছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। লিক হওয়া ডিজেল নদীপথ ধরে পৌঁছে যেতে পারে উত্তরমেরু বা সুমেরু সাগর পর্যন্ত।
সংবাদমাধ্যমের খবর, ২৯ মে তেল লিক করার ঘটনাটি ঘটে। তবে ঠিক কীভাবে ট্যাঙ্কার থেকে তেল লিক করল তা এখনও স্পষ্ট নয়। করোনার প্রকোপে দিশেহারা রাশিয়া। তার উপর এই তেল বিপর্যয়। এই খবর শুনে ক্ষোভ চেপে রাখতে পারেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাপবিদ্যুৎ কেন্দ্রের মালিকানাধীন সংস্থা নরিলস্ক নিকেলকে ভর্ৎসনা করেন প্রেসিডেন্ট।
রাশিয়ার তদন্তকারী সংস্থা নরিলস্ক নিকেলের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে নেমে তাপবিদ্যুৎ কেন্দ্রের এক কর্মীকে আটকও করেছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর উত্তর গোলার্ধ ঘেষা রাশিয়ার শহর নরিলস্ক। ডিজেল লিকের ঘটনায় পরিবেশ এবং জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশবিদরা।
