জেলা

পুরুলিয়া এখন বড় কনটেইনমেন্ট জোন!‌

করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পুরুলিয়া শহরে কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়িয়ে দিল জেলা প্রশাসন। চারটি কনটেইনমেন্ট জোন একসঙ্গে ঘিরে তৈরি হল বৃহত্তর জোন। বুধবার থেকে ২৭ জুলাই পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে শহরের ব্যস্ততম ওই এলাকা। জেলাশাসক রাহুল মজুমদারের নির্দেশে পুলিশ সিল করে দিয়েছে গোটা এলাকা।
এদিকে গোটা এলাকা পরিদর্শন করেন জেলাশাসক ও পুলিশ সুপার এস সেলভা মুরুগান। তারপর জেলা প্রশাসন সূত্রে খবর, শহরের আমলাপাড়া ও সদরপাড়া এলাকাটি পুরসভার ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে রয়েছে। এই এলাকায় পোস্ট অফিস মোড় থেকে ডানদিকে দশের বাঁধ পর্যন্ত একটি কনটেইনমেন্ট জোন করা হয়েছে। আর শনিমন্দিরের উল্টো দিকে গোকরণনাথ মিশ্র স্ট্রিট, জৈন মন্দির রাস্তা, বরাকর রোড, ট্যাক্সি স্ট্যান্ডে অশোক মেডিক্যাল পর্যন্ত পৃথকভাবে চারটি কনটেইনমেন্ট জোন রয়েছে। ছোট ছোট কয়েকটি এলাকাও কনটেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। লকডাউনের মতো কড়া ব্যবস্থা জারি করা হয়েছে।
জেলাশাসক রাহুল মজুমদার বলেন, ‘‌এলাকায় সামাজিক ও বাণিজ্যিক যাবতীয় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের বাইরে বেরনো নিয়ন্ত্রণ করা হয়েছে। পুরো এলাকা ঘিরে দিয়ে নিয়মিত করা হচ্ছে স্যানিটাইজেশন। বাসিন্দাদের বলা হয়েছে, প্রয়োজনে নিত্য প্রয়োজনীয় জিনিস হোম ডেলিভারির মাধ্যমে আনাতে হবে।’‌ শহরের পাশাপাশি গ্ৰামাঞ্চলেও করোনা সতর্কতায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানেই কোভিড সংক্রমণ ঘটছে, সেখানেই এলাকা ঘিরে কনটেইনমেন্ট জোন তৈরি করে দিচ্ছে পুলিশ। পুরুলিয়ায় এখনও পর্যন্ত সংক্রামিতের সংখ্যা ১৩৯ জন। সুস্থ হয়েছেন ১০৬। কেউ মারা যাননি।