রাজ্যজুড়েই পালিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্ক প্রসূত “সেফ ড্রাইভ সেফ লাইফ” প্রকল্পের পঞ্চম বর্ষপূর্তি। মূলত বাইক চালকদের সুরক্ষার কথা মাথায় রেখে এই প্রকল্প চালু হলেও ক্রমে তা পথ নিরাপত্তায় ব্যাপক পরিবর্তন আনে। চলতি বছর করোনা সংক্রমণের কথা মাথায় রেখে অনেকটাই আড়ম্বরহীনভাবে পালিত হল সেফ ড্রাইভ সেফ লাইফের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান। বৃহস্পতিবার সারাদিন পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় পালিত হল দিনটি। পুরুলিয়া জেলার প্রতিটি থানায় পুলিশের পক্ষ থেকে কর্মসূচি। বাঘমুন্ডি থানা থেকে অযোধ্যা মোড় পর্যন্ত হয় শোভাযাত্রা। বাঘমুন্ডি ব্লকের বিডিও দেবরাজ ঘোষ, বাঘমুন্ডি থানার আধিকারিক মুকুল কর্মকার ওই শোভাযাত্রায় ছিলেন।
অপরদিকে বাঁকুড়া জেলা পুলিশের তরফেও পালন করা হয়েছে দিনটি। এদিন বাঁকুড়া মেজিয়া থানার উদ্যোগে মেজিয়া বাজার এলাকায় হল সচেতনতা প্রচার। পাশাপাশি একটি জনসচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে অংশ নিয়েছিলেন মেজিয়া এলাকার বহু বিশিষ্ট মানুষজন এবং মেজিয়া থানার পুলিশ কর্মী আধিকারিকরা। এই শিবিরে বাঁকুড়া জেলার বহু গাড়ি চালক ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি বাঁকুড়া জেলায় পথ দুর্ঘটনা অনেকটাই বেড়েছে। সেই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বেড়েছে।
You must be logged in to post a comment.