দেশ ব্রেকিং নিউজ

রবিবার থেকে পুরীতে কার্ফু

গুপ্ত পুজোর পালা শেষ। শুক্রবার মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন পর্ব। কোভিড পরিস্থিতিতে ভক্তদের অনুপস্থিতিতেই এবার জগন্নাথ দেবের দর্শন পর্ব। অন্যবার এই দিন থেকেই পুরীতে রথযাত্রা উপলক্ষ্যে ভক্তদের সমাগম শুরু হয়। এবার অবশ্য ব্যতিক্রম। শনিবার মহাপ্রভুর নব যৌবন দর্শন। রবিবার আচার মেনে মহাপ্রভুর উবা দর্শন।
সোমবার সকাল ৭টায় মন্দির থেকে বাইরে আনা হবে মহাপ্রভুকে। বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথে অধিষ্ঠিত হবেন জগন্নাথ দেব। গজপতি মহারাজ রথের সামনে ঝাড়ু দেওয়ার পর বেলা ১২টা নাগাদ টান পড়বে জগন্নাথদেবের রথের রশিতে। পুরীর মন্দির ছেড়ে গুন্ডিচা দেবীর মন্দিরে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন মহাপ্রভু।

কোভিড পরিস্থিতিতে এবার ভক্তকুলের উপস্থিতি ছাড়াই পুরীর রথযাত্রা। কোভিড পরিস্থিতিতে রথযাত্রা সম্পন্ন করতে এবার বেশি সতর্ক ওড়িশা সরকার। বৃহস্পতিবার থেকে পুরীর মন্দিরের সেবায়েতদের কোভিড পরীক্ষা শুরু করা হয়েছে। রবিবার পর্যন্ত সেবায়েতদের পরীক্ষা করা হবে। রথযাত্রায় সামিল সবাইকে করোনার দ্বিতীয় টিকা দেওয়ার কাজও প্রায় শেষের মুখে।

১১ জুলাই রাত থেকে কার্ফু জারি করা হয়েছে পুরী শহরে। জগন্নাথ দেবের মন্দির চত্বরে জারি থাকবে ১৪৪ ধারা। মন্দির লাগোয়া গ্র্যান্ড রোডের সব হোটেল, বাড়ি সিল করে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। বাড়ির ছাদ কিংবা বারান্দা থেকেও এবার রথযাত্রা দর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুরীর মন্দিরের দৈতাপতি নিয়োগ কমিটির সভাপতি রবীন্দ্র দাস মহাপাত্র বলেন, ‘‌কোভিড পরিস্থিতিতে সবরকম সর্তকতা অবলম্বন করে, রাজ্য সরকারের গাইডলাইন মেনে এবার রথযাত্রা। এবার নিয়ে দ্বিতীয়বার। আশা করা যায়, পরের রথযাত্রায় আবার ছন্দে ফিরবে পুরী।’‌