পুরভোটে রাজ্যে যখন সবুজ ঝড় তখন উলট পুরাণ তাহেরপুরে। তাহেরপুরে এককভাবে পুর বোর্ড গঠন করতে চলেছে বামফ্রন্ট। এমনই প্রেক্ষিতে হঠাৎ এই প্রশাসনিক রদবদল। অপসারণ করা হল তাহেরপুর থানার থানার ওসি অভিজিৎ বিশ্বাসকে। তাঁর জায়গায় ওসি হলেন ধানতলা থানার ভারপ্রাপ্ত ওসি অমিতোষ রায়।
এবারের পুরভোটে তাহেরপুর পুরসভায় মোট ১৩ টি ওয়ার্ডের মধ্যে ৮ টি ওয়ার্ডে সিপিআই(এম) প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি ৫টি ওয়ার্ড গেছে তৃণমূলের দখলে। শতাংশের নিরিখে ৪৫ শতাংশের বেশি ভোট পেয়ে জয় পেয়েছে বামেরা। উল্লেখ্য, জয়ী ৮ জন বাম প্রার্থীর মধ্যে ৪ জন মহিলা।
জানা গেছে, বামেদের পুরবোর্ড গঠনের খবর স্পষ্ট হতেই বুধবার রাতেই তাহেরপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাসকে ক্লোজ করা হয়। তাঁকে রাণাঘাট পুলিশ জেলায় ডাকা হয় এবং রাতারাতি তাহেরপুর থানার ওসি পদ থেকে তাঁকে অপসারণ করা হয়। পরিবর্তে তাহেরপুর থানার ওসি হয়েছেন ধানতলা থানার ভারপ্রাপ্ত ওসি অমিতোষ রায় এবং ধানতলা থানার ওসি-র দায়িত্ব পেয়েছেন রজনী বিশ্বাস।
রাজনৈতিক মহলের মত, পুরসভা বামফ্রন্টের দখলে যাওয়ায় বদলি করা হয়েছে তাহেরপুর থানার ওসিকে। যদিও একে রুটিন বদলি ছাড়া অন্য কিছু বলতে নারাজ পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা।