রাজ্য লিড নিউজ

Purba Bardhaman: গলসিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৩

গাড়ির ধাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। মৃতরা একটি বাইকে পূর্ব বর্ধমানের বুদবুদের দিক থেকে গলসির দিকে আসছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে গলসি থানার ১৯ নম্বর জাতীয় সড়কের পারাজ মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি জনবহুল না হওয়ায় ঘটনার সময় কোনো প্রত্যক্ষদর্শী ছিল না।

গলসি থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গেছে, মৃত ব্যক্তিদের নাম রাহুল বাগদি (১৮) মহাদেব বাগদি (২৮) ও বাবুল কেনাই (৪৫)। মৃতদের মধ্যে একজনের বাড়ি কাঁকসা থানার বাদরা গোপালপুর এলাকায় এবং অপর দুজনের বাড়ি মাঝেরগ্রাম ও গলিগ্রামে।। মৃতরা একই পরিবারের আত্মীয়।