করোনা আবহে মাস্ক বাধ্যতামূলক করছে বিভিন্ন দেশ। মাস্ক না পরলে নানা দেশে নানা ধরনের শাস্তি বা জরিমানা চালু করা হয়েছে। কিন্তু ইন্দোনেশিয়ার জাভায় স্থানীয় প্রশাসন যা করেছে, তা বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। কী শাস্তি? মাস্ক না পরলেই পাঠিয়ে দেওয়া হচ্ছে কবরখানায়। সারাদিন সেখানে কবর খুঁড়তে হবে। সারাদিন যতগুলি মৃতদেহ আসবে সব কটির জন্য কবর খুঁড়তে হবে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে। দ্য জাকার্তা পোস্ট–এর এক প্রতিবেদন লেখা হয়েছে, রোজ শয়ে শয়ে মৃতদেহ আসছে কবরখানায়। সেগুলিকে কবর দেওয়ার লোকের অভাব। তাই প্রশাসন মাস্ক না পরা লোকজনকে কবরখানায় পাঠাচ্ছে। ইতিমধ্যে অনেককেই এই শাস্তি ভোগ করতে হয়েছে।
স্থানীয় প্রশাসনের বক্তব্য, এখন কবর খোঁড়ার লোকের অভাব। এঁরা যেভাবে বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছেন তাতে তো সংক্রমণের আশঙ্কা আরও বাড়ছে। তাই এঁদেরই এই কাজে লাগানো হয়েছে। সারাদিন কবরস্থানে কাটালে যদি এঁদের মধ্যে করোনা নিয়ে আতঙ্ক তৈরি হয়। আর তা থেকে সচেতনতাবোধ।
এই শাস্তির জেরে আর কখনও মাস্ক ছাড়া কেউ বেরোবেন না। অনেককে আবার শাস্তি হিসাবে কবরখানায় দারোয়ানের কাজেও লাগানো হয়েছে। ইন্দোনেশিয়ার সরকার আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাইছে। যাতে একজনকে দেখে আরও ১০জনের শিক্ষা হয়। এই খবর প্রকাশ্যে আসতেই তা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।