দেশ ব্রেকিং নিউজ

গুলির লড়াইয়ে উত্তপ্ত পুলওয়ামা

ফের উপত্যকায় এনকাউন্টার। গভীর রাতে জম্মু–কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টার শুরু হয় জঙ্গিদের। তিন থেকে চারজন জঙ্গি আটকে রয়েছে বলে খবর। জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক জওয়ান। গুলির লড়াইয়ে শহিদ এক সেনা জওয়ান। সূত্রের খবর, পুলওয়ামার হাঞ্জিন রাজপোড়া এলাকায় আত্মগোপন করে রয়েছেন চারজন জঙ্গি। তাদের খোঁজে জারি রয়েছে সেনার তল্লাশি অভিযান।
রবিবার জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে হামলার পরই ধরা পড়েছিল এক লস্কর–ই–তৈবার জঙ্গি। ড্রোন হামলার পর থেকেই গোটা উপত্যকা জুড়ে কড়া পাহারা চলছে। তারই মাঝে গোপন সূত্রে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার হঞ্জন গ্রামে কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর মেলে।

 

হামলা করে জঙ্গিরা। পালটা উত্তর দেন ভারতীয় জওয়ানরা। কাশ্মীর জোনাল পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় রাজপোড়ায় হাঞ্জিন নামের একটি গ্রামে ওই তল্লাশি অভিযান চালানো হয়। হঠাৎই গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। প্রত্যুত্তর দেয় সেনাও।

নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে হয় গোটা এলাকা। জঙ্গিদের আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হলেই তারা গুলি চালাতে শুরু করে। শুরু হয় গুলির লড়াই। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রামেরই একটি বাড়িতে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। তিন থেকে চারজন জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে। মাঝেমধ্যেই চলছে গুলি। অতিরিক্ত সতর্কতায় ঘটনাস্থলের আশেপাশের অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গিদের গুলিতে আহত হন এক জওয়ান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
সম্প্রতি কাশ্মীর নিয়ে সর্বদল বৈঠক করেছে কেন্দ্র। কাশ্মীরের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

পাক উস্কানিতে ফের উত্তপ্ত উপত্যকা। প্রথমে জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশনে ড্রোন দিয়ে বিস্ফোরক হামলা চালায় জঙ্গিরা। হত্যা করা হয় এক প্রাক্তন পুলিশ অফিসার, তাঁর স্ত্রী এবং মেয়েকে। এরপর একাধিকবার জম্মু–কাশ্মীরের আকাশে উড়তে দেখা যায় সন্দেহভাজন ড্রোন। আজও আর্নিয়া স্টেশনে উড়েছে পাক ড্রোন। তার জেরে গোটা এলাকা জুড়েই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিমানবন্দরেও জারি হয়েছে বিশেষ সতর্কতা, জাতীয় সড়কগুলিতে চলছে পুলিশি তল্লাশি।