দেশ লিড নিউজ

পুলওয়ামায় তুমুল লড়াই, নিকেশ ২ জঙ্গি

ফের এনকাউন্টার উপত্যকায়। শনিবার সকালেই জম্মু–কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টার শুরু হয়। এখনও পর্যন্ত মোট দু’‌জন জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। জারি রয়েছে তল্লাশি অভিযান। বারামুলার পর এবার পুলওয়ামা। কাশ্মীরে জঙ্গির বিরুদ্ধে ফের সাফল্য পেল ভারতীয় সেনা। গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি।

পুলিশ সূত্রে খবর, পুলওয়ামার নাগবেরান–তারসারের জঙ্গলে এনকাউন্টার অভিযান শুরু হয়। গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তবে তাদের পরিচয় ও কোন সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনও জানা যায়নি। দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে এখনও। তড়িঘড়ি অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেন জওয়ানরা। তখন ভোররাত। এদিন জঙ্গলে জঙ্গিদের ডেরা ঘিরে ফেলে সেনাবাহিনী। বিপদ বুঝে জঙ্গিরা পালানোর চেষ্টা করেছিল। দু’‌পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। খতম হয় ২ জঙ্গি। আপাতত এলাকায় অভিযান চলছে জোরকদমে।

এরপরই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। জঙ্গলের কিছুটা গভীরে প্রবেশ করতেই নিরাপত্তাবাহিনীর উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় পুলিশও। শুরু হয় এনকাউন্টার। শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও গুলির লড়াই চলছে দুই পক্ষের মধ্যে। আগে গোপন খবর পেয়ে একই কায়দায় কাশ্মীরের বারামূলা জেলার সোপোরের একটি গ্রামেও অভিযান চালায় সেনা ও পুলিশ। আচমকাই জওয়ানদের লক্ষ্য গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। সেবারও মৃত্যু হয়েছিল ২ জঙ্গির।

উল্লেখ্য, আগামী ৫ অগস্ট জম্মুর বেশ কয়েকটি মন্দিরে নাশকতার ছক রয়েছে জঙ্গিদের। কারণ সেইদিনই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্তির দ্বিতীয় বর্ষপূর্তি হবে। এছাড়াও স্বাধীনতা দিবসের দিনও বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা রয়েছে লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর।