তিলোত্তমায় চালু হল পুজো স্পেশাল শপিং বাস। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের উদ্যোগে এই স্পেশাল বাস পরিষেবা শুরু করা হল।
জানা গিয়েছে, এই পুজো স্পেশাল শপিং বাস চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই শপিং স্পেশাল বাস চলবে রাস্তায়। মূলত শপিং সেরে ফেরার পথে নিত্যযাত্রীদের ধকল কমাবে এই বাস পরিষেবা।
ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের এই বাসগুলির ভাড়া আলাদা করে বৃদ্ধি করা হয়নি। আর পাঁচটা সরকারি এসি এবং নন এসি বাসের মতোই ভাড়া ধার্য হয়েছে এই বিশেষ শপিং বাসগুলির। ফলে পুজোর আগে সাধ্যের মধ্যেই বাড়তি সুবিধা দেবে কলকাতার মানুষকে। রাজ্য সরকারের তরফে এটা পুজোর উপহার বলেই মনে করছে পরিবহণ নিগম।
সরকারি এই বাস পরিষেবা মিলবে এসপ্ল্যানেড, গড়িয়াহাট, শ্যামবাজারে। কলকাতার এই তিনটি বাজার এলাকা থেকে বাসগুলি ছাড়বে। তারপর বাসগুলো যাবে বারাকপুর কোর্ট, ডানলপ, হাওড়া স্টেশন, বেহালা পর্ণশ্রী, বেহালা চৌরাস্তার মতো এলাকাগুলিতে। ফলে এলাকার বাসিন্দাদের পুজো শপিং সেরে বাড়ি ফেরা এখন আরও সহজ। এসপ্ল্যানেডের বাসগুলি গ্র্যান্ড হোটেলের বিপরীতে বাস টার্মিনাস থেকে ছাড়বে। বালিগঞ্জ বাস টার্মিনাস থেকে ছাড়বে গড়িয়াহাটের বাসগুলি। বাগবাজার বাস স্ট্যান্ড থেকে ছাড়বে শ্যামবাজারের শপিং বাসগুলি। এমনটাই জানিয়েছে পরিবহণ নিগম।