আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করে গোয়ার ভোট ময়দানে ঝাঁপিয়েছে রাজ্যের শাসকদল৷ গোয়ায় ‘নতুন সকাল’ আনার ডাক দিয়েছে তৃণমূল৷ তিন দিনের সফরে গোয়া গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবারই গোয়ার পৌঁছেছেন তিনি৷ বুধবার বেশ কয়েকটি কর্মসূচি ও বৈঠক সারবেন তিনি৷
এদিন সকাল ১১টায় সাঙ্কেলিমের রুদ্রেশ্বর মন্দিরে পুজো দেন অভিষেক৷ পুজো শেষ করে সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ বলেন, ‘‘আজ রুদ্রেশ্বর মন্দির পরিদর্শনের সৌভাগ্য হল৷ গোয়াবাসীদের উন্নতি এবং সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। আমরা নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে৷ আমি নিশ্চিত এক নতুন সূর্যোদয় দেখবে গোয়া।” সূত্রের খবর অনুযায়ী, বিকেল ৫টায় কানকোনার গোকর্ণ মঠ পরিদর্শনে যাবেন তিনি৷
সম্প্রতি, গোয়া সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ পানাজির সভা থেকে বিজেপি’কে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি৷ এর আগে গোয়া সফরে অভিষেক বলেছিলেন, “ হয় গোয়ায় তৃণমূল ক্ষমতায় আসবে৷ নয় প্রধান বিরোধী শক্তি হবে। এর মাঝামাঝি কিছু হওয়ার নেই।”
গোয়ায় ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই জোড়দার লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল৷ মনে করা হচ্ছে, আসন্ন নির্বাচনে দলের রোডম্যাপ তৈরি করতেই অভিষেকের এই গোয়া সফর । মন্দির এবং মঠ পরিদর্শনের পাশাপাশি বেশ কয়েকটি দলীয় বৈঠক করার কথাও রয়েছে তাঁর৷ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরে একাধিক চমক দেখেছে রাজ্যবাসী৷ তৃণমূলে যোগ দিয়েথেন একের পর এক নেতৃত্ব৷ বিধানসভা ভোটের আগে অভিষেকের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।