ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টার্ম ওয়ান ও টার্ম টু’র ফলাফল ঘোষিত। উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯৪ দশমিক ৪৬ শতাংশ আর মাধ্যমিকে পাশের হার ৮৬ দশমিক ১৮ শতাংশ। উচ্চ মাধ্যমিকে সবচেয়ে বেশি দক্ষিণ জেলায় এবং মাধ্যমিকে পাশের হার সবচেয়ে বেশি পশ্চিম জেলায়। পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করে একথা বলেন পর্ষদ সভাপতি ডক্টর ভবতোষ সাহা।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টার্ম ওয়ান ও টার্ম টু’র ফলাফল ঘোষনা করলেন পর্ষদ সভাপতি ডক্টর ভবতোষ সাহা। বুধবার পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি।তিনি জানান উচ্চ মাধ্যমিকে পাশের হার সবচেয়ে বেশি দক্ষিণ জেলায়।এই জেলায় পাশের হার ৯৭ দশমিক ১৩ শতাংশ। উচ্চ মাধ্যমিকে সর্ব নিম্ন পাশের হার পশ্চিম জেলায়।এই জেলায় পাশের হার মাত্র ৯৪ দশমিক ৯২ শতাংশ। মাধ্যমিকে পাশের হার পশ্চিম জেলায় বেশি। এই জেলায় পাশের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ। মাধ্যমিকে সর্বনিম্ন পাশের হার ধলাই জেলায়। এই জেলা পাশের হার ৮১ দশমিক ৮৭ শতাংশ।
এবছর করোনা সংক্রমণের জন্য টার্ম ওয়ান এবং টার্ম টু’র পরীক্ষা দুই বারে হয়েছে। আগামী বছর এক বারেই পরীক্ষা হবে। এবছর ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ গ্রেড পদ্ধতিতে ফলাফল প্রকাশ করেছে। এবছর মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল ৪৩,২৮২ জন আর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল ২৮৬৫৮ জন।