প্রকাশিত হল ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছিল। মাধ্যমিক পরীক্ষায় সেখানে পাশ করেছে ৫,৬৫,৪২৮ জন। ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করল পর্ষদ। সার্বিক পাশের হার ৮৬.১৫ শতাংশ, ১৬ টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র।
প্রথম দেবদত্তা মাজি প্রাপ্ত নম্বর ৭০০- মধ্যে ৬৯৭ দুর্গাপুর কাটোয়া দূর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল, যুগ্ম দ্বিতীয় প্রাপ্ত নম্বর ৬৯১। শুভম পাল, পূর্ব বর্ধমান মিউনিসিপাল স্কুল এবং রিফত হাসান সরকার। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির।
তৃতীয় স্থান অধিকারীর প্রাপ্ত নম্বর ৬৯০, অর্ক মণ্ডল, টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল, উত্তর ২৪ পরগনা। সৌম্যদীপ মল্লিক, বেড়াচাপা দেউলিয়া উচ্চবিদ্যালয়, উত্তর ২৪ পরগনা এবং মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মহম্মদ সরবর ইমতিয়াজ, মাহির হোসেন,স্বরাজ পাল, অর্ঘদীপ সাহা। মাধ্যমিকে তৃতীয় হয়েছেন ছ’জন।
মেধাতালিকার প্রথম দশে নেই কলকাতা। যুগ্ম চতুর্থ হয়েছেন সমাদৃতা সেন এবং অনীশ বাড়ুই। পঞ্চম স্থানে রয়েছেন শুভজিৎ দে এবং অরিজিৎ মণ্ডল।
আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি, ওই দিন মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। দ্বিতীয় ভাষার পরীক্ষা ৩ ফেব্রুয়ারি। ৫ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা। ৬ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা। গণিত পরীক্ষা হবে ৮ ফেব্রুয়ারি, জীবন বিজ্ঞান ৯ ফেব্রুয়ারি, ভৌত বিজ্ঞান ১০ ফেব্রুয়ারি ও অন্যান্য ইচ্ছুক বিষয়ের পরীক্ষা হবে ১২ পরীক্ষা। বেলা ১১.৪৫ মিনিট থেকে শুরু হয়ে বিকেল তিনটে পর্যন্ত চলবে পরীক্ষা।