এবার প্রকাশ্যে এল ‘আয় খুকু আয়’ ছবির টিজার। এই ছবির টিজার দেখে আবেগপ্রবণ হয়ে গেল দর্শকরা। এই ছবিতে একজন বাবা তাঁর সন্তানকে ভাল রাখার জন্য কি কি করতে পারেন তা পর্দায় তুলে ধরেছেন পরিচালক।
‘আয় খুকু আয়’ ছবিতে একেবারে অন্য লুকে দেখা যাবে প্রসেনজিৎকে। বাঙালি বাবার ভূমিকায় দেখা যাবে তাকে। আর দিতিপ্রিয়া আর পাঁচটা বাঙালি মেয়ের মতোই সাধারণ। লাল জামায় রীতিমতো কিশোরী সে। বাবা-মেয়ের স্নেহ ধরা পড়েছে প্রসেনজিৎ -এর শেয়ার করা ছবিতে। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শংকর দেবনাথ, রাহুল বসু সহ বিশিষ্টরা। ছবিটির প্রযোজনা করেছেন জিৎ, গোপাল মদনানি এবং অমিত জুমরানি। এই ছবির মাধ্যমেই ছোট পর্দার জনপ্রিয় রানী রাসমণি পা রাখতে চলেছেন বড় পর্দায়।
আগামী ২৭ মে মুক্তি পাচ্ছে ‘আয় খুকু আয়’ ছবিটি। এই প্রথম বাবা-মেয়ের জুটি হিসেবে বড় পর্দায় দেখা যাবে প্রসেনজিৎ ও দিতিপ্রিয়াকে। ছবির গানের দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য।শ্রীকান্ত আচার্যের কণ্ঠে নতুন রুপে শোনা যাবে কালজয়ী সেই গান ‘আয় খুকু আয়।’ টিজারের শুরুতেই দেখা যাচ্ছে ‘অটোগ্রাফ’-এর অরুণ মুখোপাধ্যায়ের ছবি। শৌভিক কুন্ডু পরিচালিত এই ছবির ছবির প্রথম ঝলক দর্শকদের মন কেড়ে নিয়েছে। এখন এই ছবিটি সিনেমা হলে দেখার অপেক্ষায় দর্শকরা।