রাজ্য

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ

প্রত্যেক বারই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফল প্রকাশের পর পরের বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সূচি বলে দেওয়া হয়। কিন্তু এবার করোনা আবহে তা হয়নি। আজ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল পর্ষদ।

২০২২-এর ৭ মার্চ শুরু হতে চলেছে মাধ্যমিক। ওই দিন প্রথম ভাষার পরীক্ষা। ৮ ই মার্চ থাকছে দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৯ মার্চ ভূগোল। ১১ মার্চ ইতিহাস। ১২ মার্চ জীবন বিজ্ঞান। এরপরে ১৪ মার্চ হতে চলেছে অঙ্ক পরীক্ষা এবং ১৫ মার্চ ভৌত বিজ্ঞান। ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে ১৬ মার্চ।

উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে ২ এপ্রিল। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। মোট ৫৬ টি বিষয়ের উপর পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যে যার নিজের স্কুলেই পরীক্ষা দেবে বলে জানিয়েছে কাউন্সিল। এইভাবে এই প্রথম পরীক্ষা হচ্ছে। ৬৭২৩ টি মোট স্কুল রয়েছে। প্রতিটিতে পরীক্ষা নেওয়া হবে।

উচ্চ মাধ্যমিক শুরু হবে সকাল ১০ টা থেকে ১ টা ১৫ পর্যন্ত। প্রাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ ঠা মার্চ পর্যন্ত। প্রাকটিক্যাল পরীক্ষার জন্য সংসদ জানিয়েছে তাদের পক্ষ থেকে কোনও আলাদা করে প্রশ্ন পাঠানো হবে না।

এরইমধ্যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো শেষ করে ১৬ নভেম্বর থেকে সমস্ত স্কুল খোলা হবে।