দেশ ব্রেকিং নিউজ

‘‌রাস্তা আটকে প্রতিবাদ নয়’‌

প্রতিবাদ করতে অনির্দিষ্টকালের জন্য শাহিনবাগের মতো জনসাধারণের জায়গা দখল করা মোটেই গ্রহণযোগ্য নয়। বুধবার একটি মামলায় এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুতরাং সুপ্রিম কোর্টে ধাক্কা খেল শাহিনবাগের আন্দোলন।
সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় কিষান কাউলের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আজ মন্তব্য করেন, ‘‌জনসভা বন্ধ করা যায় না। কিন্তু তা হবে নির্দিষ্ট জায়গায়। যাতায়াতের জায়গা অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যায় না।’‌ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় দিল্লির শাহিনবাগে যেভাবে রাস্তা আটকে মাসের পর মাস প্রতিবাদ হয়েছিল, সেই প্রসঙ্গেই এই মন্তব্য করল দেশের সর্বোচ্চ আদালত।
এদিন বিচারপতি কাউল বলেন, ‘‌সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মেরুকরণ করা হচ্ছে। শাহিনবাগের ক্ষেত্রে তা দেখা গিয়েছে। বিক্ষোভ আন্দোলন করতে গিয়ে তা মানুষের অসুবিধের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের উচিত যাতায়াতকারীদের জন্য রাস্তা খোলা রাখা।’‌ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কাউল, অনিরুদ্ধ বসু এবং কৃষ্ণ মুরারীর বেঞ্চ বলেন, ‘‌আমরা এই বিষয়টা পরিষ্কার করে দিতে চাই যে, শাহিনবাগে বা অন্য কোথাও জনসাধারণের জায়গা অনির্দিষ্টকালের জন্য দখল করা যাবে না। এই ধরনের প্রতিবাদগুলি গ্রহণযোগ্য নয় এবং কর্তৃপক্ষের অবশ্যই নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া উচিত। তাঁদের অবশ্যই নজর রাখতে।’‌
উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ ডিসেম্বর থেকে দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ফলে পূর্ব দিল্লি দিয়ে শহরে ঢোকার পথে মানুষজন অসুবিধায় পড়ে যান। এদিন আদালত জানিয়ে দেয়, বিক্ষোভ দেখানো নাগরিকদের অধিকার। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের প্রশংসা করি এবং সেটা শুধু নির্ধারিত স্থানেই অনুষ্ঠিত হতে পারে।