কলকাতা ব্রেকিং নিউজ রাজ্য

R G Kar কাণ্ডে CBI তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। এখনও পর্যন্ত মোট তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা কৌস্তভ বাগচী, আইনজীবী ফিরোজ এডুলজি তিনটি পৃথক মামলা দায়ের করেন প্রধান বিচারপতির এজলাসে।

মামলাকারীরা দাবি, মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশি তদন্তে আস্থা নেই। কার্যত সেকারণেই সিবিআইয়ের হাতে এই মামলা হস্তান্তরের আবেদন জানানো হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কাছে রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা আঁটসাঁট করার আবেদন করা হচ্ছে। অন্তত ৬ মাসের জন্য পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি করা হয়েছে। মঙ্গলবার মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে বলেই সূত্রের খবর।