ব্রেকিং নিউজ রাজ্য

স্কুল খোলার দাবিতে জনস্বার্থে মামলা হাইকোর্টে

স্কুল খোলার জন্য জনস্বার্থে মামলা হল কলকাতা হাইকোর্টে । এরই মাঝে স্কুল খোলার দাবিতে শিক্ষক আন্দোলনে উত্তাল হল বসিরহাট। বিধানগর করুণাময়ীতে বিদ্যালয় খোলার দাবিতে এবিভিপি -র বিক্ষোভে সরকার না সার্কাস বলে কটাক্ষ রাজ্য শিক্ষা দপ্তরকে। পাশাপাশি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় বিক্ষোভ ও দেখায় তারা। দীর্ঘ দু-বছর রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি এক প্রকার বন্ধ। মাঝে করোনার প্রকোপ কমলে সরকার স্কুলগুলি খুলে দিলেও ওমিক্রন সংক্রমনে আতঙ্কিত সরকার ফের বন্ধ করে দেয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

এরপরই স্কুল খোলার দাবিতে সোস্যাল মিডিয়ায় ঝড় উঠতে থাকে।অভিভাবকদের সেই আন্দোলন রাজনীতির মানুষদের পাশাপাশি শিক্ষক দের নাড়ায়। আজ এই দাবিতে বসিরহাটে পথে নামেন শিক্ষকরা।
ডিএ বা মাইনে বাড়ানোর দাবিতে নয়। এবার সরকারের কাছে তাদের আবেদন, বিদ্যালয় খুলে দিন। ছাত্রদের স্বার্থে, শিক্ষার স্বার্থে তারা পথে নেমেছেন বলেই দাবি আন্দোলনরত শিক্ষকদের ।

তাদের দাবি করোনা সংক্রমন বর্তমানে নিম্নমুখী। রাজ্যে সব দপ্তর খুলে দিয়েছে সরকার। অথচ রাজ্য সরকার স্কুল খোলা নিয়ে কোনরকম পদক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগ আন্দোলনরত শিক্ষকদের।
আন্দোলনকারী শিক্ষক বকুল রায় এদিন অভিযোগ করেন, “দীর্ঘ ২২ মাস ধরে করোনার অজুহাত দিয়ে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে । ” তার আরও দাবি রাজ্যের সমস্ত কিছু সচল রয়েছে । এমনকি

যেখানে অনুষ্ঠান বাড়িতে আমন্ত্রিতের সংখ্যা ৫০ জন থেকে ২০০ জন করেছে রাজ্য, সেখানে কোন যুক্তিতে স্কুল বন্ধ রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আন্দোলনরত শিক্ষকরা জানান, অবিলম্বে স্কুল না খুললে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।