রাজ্য লিড নিউজ

রাজ্যপালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা

রাজ্যপাল সংবিধান বহির্ভূত কাজ করছেন। এই মর্মে এবার রাজ্যপালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলা করলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার৷ তাঁর অভিযোগ, নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে সরকারি কাজে বাধা দিচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। মামলাকারীর প্রশ্ন, কী ভাবে এক্তিয়ারের বাইরে গিয়ে সরকারি কাজে বাধা দেন রাজ্যপাল? এই মামলায় রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকেও পার্টি করা হয়েছে৷ সূত্রের খবর, শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি৷

রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা কারনে নবান্নের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজভবন৷ রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার আক্রমণ করেছেন রাজ্যপাল৷ সরকারি কর্মসূচিতে গিয়ে সরকারের সমালোচনা করা হয়েছে৷ বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের কাছে জবাব তলব করা হয়েছে।রাজ্য সরকারের কাজে অযাচিত হস্তক্ষেপ করেছে রাজ্যপাল। একজন রাজ্যপালের কাছ থেকে এই ধরণের আচরণ একেবারেই কাম্য নয় বলে জানান মামলাকারী।

মামলাকারী আইনজীবী রমাপ্রসাদ সরকারের দাবি, সংবিধানের বাইরে গিয়ে রাজনৈতিক দলের মুখপাত্রের মতো আচরণ করেছেন রাজ্যপাল৷ মামলাকারীর মতে,  যিনি রাজ্যপাল পদে বসেন তাঁর একটা আলাদা ওজন রয়েছে, পদের গৌরব রয়েছে। একটি সম্মানীয় পদ, যিনি এই আসনে বসেন তাঁর ‘ডিগনিটি’, আলাদা হওয়া উচিৎ। অথচ বর্তমান রাজ্যপাল প্রতি ক্ষেত্রে যেভাবে টুইট করছেন কিংবা সংবাদমাধ্যমের সামনে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন তা এই পদের গৌরবকে আঘাত করছে৷

যদিও এই জনস্বার্থ মামলা টিকবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আইনজীবীদের একাংশ। অনেকেরই মত, এই মামলাটি খারিজ হয়ে যেতে পারে। কারণ, আইনে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে এভাবে জনস্বার্থ মামলা করার কোনও এক্তিয়ার নেই।