বিজ্ঞান-প্রযুক্তি

পাবজি ভারতে নিষিদ্ধ নয়

ভারতে ৫৯ টি চীনা অ্যাপস নিষিদ্ধ করা হয়েছে। তবে চীনের মালিকাধীন পাবজি খেলা ভারতে নিষিদ্ধ করা হয়নি। চীনা সংস্থা টেনসেন্ট হোল্ডিংসয়ের তৈরি ব্যাটল রয়্যাল গেমটিতে মজে থাকতে পারবেন ভারতীয়রা।

এ খেলা নিষিদ্ধ না করার যুক্তি হচ্ছে ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক নয় পাবজি। এটি পুরো চীন নিয়ন্ত্রণও করে না। দক্ষিণ কোরিয়ার একটি সংস্থা ব্লুহোল পাবজি তৈরি করে। তাই দক্ষিণ কোরিয়ার সংস্থাটির নিয়ন্ত্রণেও রয়েছে গেমটি। এ গেম জনপ্রিয় হয়ে ওঠার পর ব্লুহোলের সঙ্গে চীনের সংস্থাটি চুক্তি করে। এরপর থেকে দুটি সংস্থাই অ্যাপটি বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়ার কাজ করে। ভারতে পাবজির ডিস্ট্রিবিউটর টেনসেন্ট হোল্ডিংস।