আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

কলেজ ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ, সংঘর্ষ

কলেজ ক্যাম্পাসে তরুণীকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল কলেজ চত্বর। পাকিস্তানের লাহোরে কলেজ ক্যাম্পাসে এক তরুণীকে ধর্ষণের মত গুরুতর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ চলাকালে কলেজের নিরাপত্তারক্ষী ও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ২৭ জন আহত হয়েছেন।

ধর্ষণের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রবিবারই এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশ আরও জানায়, এ ঘটনার এফআইআর নথিভুক্ত করা হয়নি, কারণ ওই তরুণীর পরিবারের সদস্যরা কেউ সামনে আসতে চাইছেন না।

ধর্ষণের অভিযোগ ওঠার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় এক হয়ে শহরের বিভিন্ন কলেজের বাইরে বিক্ষোভের আয়োজন করে। এর মধ্যে হাফিজ সেন্টার পাঞ্জাব কলেজ ক্যাম্পাসে বিক্ষোভকারী ও নিরাপত্তা দলের মধ্যে সংঘর্ষ বাধে। পরে শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এসব সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

রেসকিউ ১১২২–এর দেওয়া বিবৃতিতে বলা হয়, হাফিজ সেন্টার পাঞ্জাব কলেজ ক্যাম্পাসে নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ২৭ জন আহত হন। উদ্ধারকারীরা আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠান। একজন শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় সার্ভিসেস হাসপাতাল লাহোরে পাঠানো হয়েছে।