জেলা ব্রেকিং নিউজ

কথা রাখেনি কেন্দ্র, প্রতিবাদে কৃষক সংগঠনের বিক্ষোভ

প্রতিশ্রুতি দিয়েও ২০২০ বিদ্যুৎ আইনে ছাড় ও কৃষকদের ন্যায্য মূল্য ফসলের দাম লোকসভায় আলোচনা হয়নি। প্রতিবাদে বিদ্যুৎ আইনের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখালো সারা ভারত ক্ষেতমজুর কৃষক সংগঠন।

ভারতবর্ষ কৃষক আন্দোলন দেখেছে দীর্ঘ ১৫ মাস। কৃষক আন্দোলনের কৃষকদের আত্মবলিদান এর মধ্য দিয়ে তিনটি কৃষি কালা আইন বাতিল হলেও কেন্দ্র সরকার প্রতিশ্রুতি দেয়, ২০২০ বিদ্যুৎ আইনে ছাড় ও ভারতবর্ষের কৃষকদের ন্যায্য মূল্য ফসলের দামের নির্ধারণ হবে এবং সেটা লোকসভায় আলোচনা হবে। কিন্তু কেন্দ্র সরকার তার দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি।

এরই প্রতিবাদে আজ বসিরহাট টাউন হলে ইটিন্ডা রোডে সারা ভারত খেতমজুর কৃষক সংগঠনের সদস্য তথা উত্তর ২৪ পরগনার সম্পাদক গোকুল রায় ও অজয় বাইনের নেতৃত্বে কৃষকরা বসিরহাট শহরের প্রাণকেন্দ্রে টাউন হলের সামনে বিদ্যুৎ আইনের প্রতিলিপি ও ফসলের ন্যায্য মূল্যের দাম নির্ধারণের প্রতিলিপি আগুনে পুড়িয়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করলেন।

তাদের দাবি, সারা ভারতবর্ষের কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকার বিশ্বাসঘাতকতা করেছে। কথা দিয়ে কথা রাখেনি। বিল নিয়ে লোকসভায় আলোচনা করার কথা ছিল সোমবার। কিন্তু লোকসভায় এই নিয়ে কোন আলোচনাই হয়নি। তাই আলোচনা যতক্ষণ না হবে এবং এই দুটি বিল প্রত্যাহার না করা অবধি তারা আন্দোলন চালিয়ে যাবেন। যা আগামী দিনে আরো বৃহত্তর রূপ নেবে।