জেলা

মহিলার মৃত্যুতে বিক্ষোভ

অপারেশনের পরই এক মহিলার মৃত্যু ঘিরে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়াল পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকার মহারাজনগর গ্রামে। মৃত ঐ মহিলার নাম মমতা মান্ডি(19)।বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়া থানার মহারাজনগর গ্রামে।

মৃত ওই মহিলার স্বামী বলদেব মুর্মু জানান যে, মাত্র তিন মাস আগে মমতার সাথে তার বিয়ে হয়েছিল। পেটে ব্যথার উপসর্গ নিয়ে মমতাকে নিয়ে তার স্বামী বলদেব মুর্মু স্হানীয় নিতুড়িয়া থানা এলাকার পারবেলিয়াতে অবস্হিত একটি বেসরকারী নাসির হোমে যায়। ওই নাসিং হোমের চিকিৎসক অপারেশন করার সিদ্ধান্ত নেন। সেইমত শুক্রবার ওই মহিলার অস্ত্রপ্রচার করা হয়। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে ওই চিকিৎসক আসানসোলে নিয়ে যায় চিকিৎসার জন্য বলে জানান মৃত মহিলার স্বামী বলদেব মুর্মু। সে আরো জানায়,আসানসোলে নিয়ে গিয়েও তার স্ত্রীর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় শুক্রবার রাতের দিকে তাকে নিয়ে আসা হয় পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই হাসপাতালে ভর্তির আগেই মৃত্যু হয় তাঁর।

শনিবার রঘুনাথপুর থানার পুলিশ খবর পেয়ে দেহটি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রঘুনাথপুর থানায় নিয়ে আসে । রঘুনাথপুর থানায় মেজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পর এদিনই দেহটি রঘুনাথপুর থানার পুলিশ পুরুলিয়ার হাতুয়াড়াতে অবস্হিত গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।
অপরদিকে এদিন ঘটনার খবর পেয়ে ওই মহিলার গ্রামের বাসিন্দারা সহ অন্যান্যরা নিতুড়িয়া থানার পারবেলিয়াতে অবস্হিত ওই বেসরকারী নাসিংহোমে গিয়ে অভিযুক্ত ডাক্তারকে ঘেরাও করে তার উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায়।

বিশেষ সংবাদদাতাঃ সোমনাথ রায়, পুরুলিয়া