রাজ্য লিড নিউজ

নাবালিকাকে ধর্ষণ করে খুনের জের: কালিয়াগঞ্জ থানায় আগুন বিক্ষোভকারীদের

কালিয়াগঞ্জ থানায় ঢুকে পুলিশকে আক্রমণের চেষ্টা বিক্ষোভকারীদের। নিজেদের বাঁচাতে থানার ভিতরে ঢুকে যায় পুলিশকর্মীরা। মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে থানা চত্বর। দুপুরের পর নতুন করে উত্তেজনা ছড়ায় কালিয়াগঞ্জে।

এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত কালিয়াগঞ্জ। মঙ্গলবার সকাল থেকেই বিজেপি, কামতাপুরী ও আদিবাসীদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ। মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ থানার সামনে আদিবাসীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম বাধে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠি হাতে এগিয়ে যায় পুলিশ। এমনকি কাঁদানে গ্যাস ফাটানো হয়। তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ফের উত্তেজনা ছড়ায় এলাকায়।

দুপুরের পর একদল বিক্ষোভকারী ছুটে এসে থানায় আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের জন্য পুলিশও পিছু হটে। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এরপরেই গোটা এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশবাহিনী।

শুক্রবার কালিয়াগঞ্জে বাড়ির কাছের একটি পুকুর পাড় থেকে এক কিশোরীর দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় রেশ এখনও অব্যাহত কালিয়াগঞ্জে।