রাজ্য লিড নিউজ

আজ ডিএ নিয়ে নবান্নে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা

ডিএর দাবিতে দিনের পর দিন এই লাগাতার সরকারি কর্মীদের আন্দোলন এর আগে বিশেষ দেখেনি বাংলা। ডিএ প্রাপ্তির ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ। তার জেরেই আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীদের একাংশ। একেবারে নজিরবিহীন আন্দোলন। এভাবে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা, এটা আগে সেভাবে দেখা যায়নি। এমনকী সরকারের বিরুদ্ধে রীতিমতো সুর চড়িয়েছেন তারা। সরকারও এনিয়ে পালটা চাপে রাখার চেষ্টা করেছে। কিন্তু তবুও আন্দোলনে অনড় সরকারি কর্মচারীদের একাংশ।

সম্প্রতি সরকারি কর্মীরা পেন ডাউন কর্মসূচিও পালন করেছিলেন। গোটা বাংলা জুড়ে তার ব্যাপক প্রভাব পড়েছিল। তবে অনশনের রাস্তা থেকে এখনও সরে আসেননি সরকারি কর্মীরা। মাঝেমধ্যেই তাঁদের মধ্য়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়ছেন। তবুও আন্দোলনে অনড়। তবে এবার তাঁদের ডাক পড়ল আলোচনায়।

শুক্রবার রাজ্য সরকারের সঙ্গে বৈঠক রয়েছে ডিএ আন্দোলনকারীদের। সেখানে ডিএর দাবির পাশাপাশি একাধিক বিষয়কে উত্থাপন করা হবে বলে জানা গিয়েছে। সেই সঙ্গেই আন্দোলনকারীদের উপর যে সরকারি দমন পীড়ন করা হচ্ছে, যেভাবে দূরের জায়গায় ইচ্ছাকৃতভাবে বদলি করা হচ্ছে সেই প্রসঙ্গও মিটিংয়ে তুলে ধরা হবে বলে খবর। এই আলোচনায় শেষ পর্যন্ত কী রফা সূত্র বেরিয়ে আসে সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।