দেশ ব্রেকিং নিউজ

শুভেন্দুর কনভয় ঘিরে রণক্ষেত্র

বিধানসভা নির্বাচনের মুখে ধুন্ধুমার কাণ্ড ঘটল নন্দীগ্রামে। তৃণমূল–বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল নন্দীগ্রামের সোনাচূড়া। শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূল–বিজেপি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিজেপি প্রার্থী শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের হঠাতে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা বাধে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নন্দীগ্রামের ভূমিপুত্র বলে পরিচিত শুভেন্দু অধিকারী। আর তাঁর কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ সোনাচূড়া বাজারে। পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটনা সোনাচূড়া বাজার থেকে কিছুটা দূরে ভূতার মোড়ে। দু’‌পক্ষের সংঘর্ষে আহত কমপক্ষে ৯ জন।
সোনাচূড়া বাজারে বিক্ষোভের মুখে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়। রাস্তা আটকে শুভেন্দুকে কালো পতাকা, ঝাঁটা, জুতো দেখানো হয়। ফলে শুভেন্দুর সঙ্গে থাকা বিজেপি সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের সংঘর্ষ বেধে যায়। এতে আহত হন বেশ কয়েকজন বিজেপি সমর্থক। পূর্ণ পাত্র নামে এক বিজেপি সমর্থকের মাথা ফেটে যায়। গণেশ দাস নামে এক তৃণমূল কর্মীও আহত হন। এদিন দুপুরে স্থানীয় একটি পুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ফেরার পথে ভেটুরিয়ার কাছে স্থানীয় কিছু মহিলা ও পুরুষ শুভেন্দুর কনভয়ের সামনে দাঁড়িয়ে ‘দূর হটো’ স্লোগান দিতে থাকেন।
এবার নন্দীগ্রাম কার্যত ব্যাটলফিল্ড। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াইয়ে সরগরম এই কেন্দ্র। ওই ঘটনার ঘন্টা খানেক পর ফের শুভেন্দুর গাড়ী যখন ভূতার মোড় দিয়ে যাচ্ছিল তখন ফের কনভয়ের পেছনে থাকা বিজেপি কর্মীদের আটকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের দিকে। এর পাল্টা বিজেপির কর্মীরাও জড়ো হয়ে মারধর চালায় বলে অভিযোগ। উভয়পক্ষের আহত মোট ৯ জন। এদের মধ্যে তৃণমূলের ৪ এবং বিজেপির ৫ জন। পাঁচ বিজেপি সমর্থককে রেয়াপাড়া হাসপাতাল এ ভর্তি করা হয়েছে। তৃণমূল সমর্থকদের নন্দীগ্রাম সুপার স্পেশালিস্টি হাসপাতালে ভর্তি করা হয়।