বারাসত ৩৫ নম্বর ওয়ার্ড শরৎপল্লী এলাকায় জল যন্ত্রণায় মানুষ পথে নেমে রাস্তা অবরোধ করল। মঙ্গলবার শুধুমাত্র গতকালের বৃষ্টিতে যে জলমগ্ন তেমনটা নয়। অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় এই এলাকা। বারাসাত ৩৫ নম্বর ওয়ার্ডের হৃদয়পুর। শরৎ পল্লীতে অল্প বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে যায় বলে অভিযোগ। নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণে এই দুর্ভোগ এলাকার মানুষের। আর এই অতিবৃষ্টির কারণে প্রায় প্রত্যেক বাড়িতে কোমর সমান জল জমে এলাকা লোকজনের বেহাল অবস্থা।
নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার ও জল যন্ত্রণার প্রতিবাদে মঙ্গলবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। এই অবরোধে সামিল এলাকার বৃদ্ধ–বৃদ্ধারাও। যতসময় এই এলাকায় জল নিকাশি সুরাহা না হবে তারা বিক্ষোভ দেখাবে।
স্থানীয়দের দাবি, এই অভিযোগ স্থানীয় কোয়াডিনেটর থেকে নবান্ন পর্যন্ত জানিয়েছে লিখিত আকারে, কিন্তু কোনা সুরাহা হয়নি,এলাকায় নর্দমা তৈরি হলেও,তা থেজে জল পাশ করে না।প্রতিটি বাড়ির সেফটি ট্যাঙ্ক জলের তলায়,সেই জল ব্যবহার করতে হচ্ছে।সেই কারণে বাধ্য হয়েই তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বলে জানায়।পরবর্তীতে বারাসত থানার পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশের আশ্বাসে অবরোধ তোলে স্থানীয়রা।