জেলা জুড়ে চলা অবৈধ বালি কারবার বন্ধের দাবি ও জমি দুর্নীতির অভিযোগ তুলে জেলা ভুমি ও ভুমি সংস্কার দপ্তরের আধিকারিক অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বিজেপি। পাশাপাশি সেই দপ্তরের আধিকারীকের কাছে একটি স্মারক লিপি জমা দেন তাঁরা।
বিজেপির দাবী শাসক দলের নেতার মদতে জেলা জুড়ে অবৈধ বালি কারবার ও জমি দুর্নীতি চলছে। নীরব দর্শক পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। আর তাই এবার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হলো পুরুলিয়া জেলা বিজেপি। আগামীদিনে জেলার প্রতিটি ব্লকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। এদিন এই বিক্ষোভে সামিল হন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা যুব মোর্চার সভাপতি নীলোৎপল সিংহ, জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো, জয়পুরের বিধায়ক নরহরি মাহাতো, বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো প্রমুখ আরও অনেক নেতা নেতৃত্ব।
বিশেষ সংবাদদাতাঃ সোমনাথ রায়, পুরুলিয়া