ব্রেকিং নিউজ রাজ্য

ফের বিক্ষোভ বিশ্বভারতীতে

বিতর্ক উপেক্ষা করেই বিশ্বভারতীতে ‘কালী পুজোর ধারনা’ শীর্ষক আলোচনা চলছে৷ তাই কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়াদের একাংশ৷ যদিও, বিক্ষোভের আভাস পেয়েই আলোচনা অনলাইনে করে দেওয়া হয়েছে। এমনকি, অমর্ত্য সেনের ভাই তথা প্রবীণ আশ্রমিক শান্তভানু সেনকেও ঢুকতে দিল না বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা৷

ব্রহ্ম বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত বিশ্বভারতী। এখানে মূর্তি পুজোর রেওয়াজ নেই, হয় না কোন বিশেষ ধর্মীয় আলোচনা৷ কিন্তু, হঠাৎ করেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নির্দেশে ‘কালী পুজোর ধারনা’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়৷ আলোচনার বক্তা স্বামী সারদাত্মানন্দ জি মহারাজ।
আলোচনার ঘোষণা হতেই বিতর্ক তৈরি হয়৷ নিন্দায় সরব হয় বিশ্বভারতীর পড়ুয়া, আশ্রমিক, রবীন্দ্র অনুরাগী মানুষজন। সেই সব বিতর্ক উপেক্ষা করেই এদিন শুরু হয় আলোচনা৷ তাই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ৷ যদিও, বিক্ষোভের আভাস পেয়েই কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষের বদলে অনলাইনে আলোচনার আয়োজন করা হয়৷ এই আলোচনায় আশ্রমিকদেরও প্রবেশ করতে দেওয়া হল না৷

প্রসঙ্গত, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কালী প্রসঙ্গ মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়৷ তারপরেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কালী পুজোর ধারনা উপাচার্যের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই অভিযোগ উঠছে৷ আরও অভিযোগ, যেখানে এন আই আর এফ র‍্যঙ্কিংয়ে বিশ্বভারতীর শিক্ষার মান কমছে, মান উন্নয়ন সংক্রান্ত কোন আলোচনা নেই৷ অথচ, কালী পুজোর ধারনা নিয়ে আলোচনার আয়োজন করেছে কর্তৃপক্ষ, যা কোন শিক্ষায় লাগবে বলেও প্রশ্ন উঠতে শুরু করেছে।