দেশ লিড নিউজ

সন্তান ও মায়ের সুরক্ষায় ‘প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা’

দেশের মানুষদের স্বার্থে কেন্দ্রীয় সরকার চালু করল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প ‘প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা’। এই স্কিমে ৫ হাজার টাকার আর্থিক সহায়তা পাওয়া যায়।

প্রথমবার গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের এই সহায়তা দেবে কেন্দ্র। ওই মহিলা এবং তাঁর স্বামীর আধার কার্ড ও ব্যাঙ্কের পাসবুকের জেরক্স থাকা প্রয়োজন। ৩ টি কিস্তিতে মোট ৫ হাজার টাকা দেওয়া হয়। প্রথম কিস্তিতে ১হাজার টাকা, দ্বিতীয় কিস্তিতে ২ হাজার টাকা এবং তৃতীয় কিস্তিতে ২ হাজার টাকা পাবেন মহিলারা। এই প্রকল্পের একমাত্র উদ্দেশ্য প্রথমবার সন্তানের জন্ম দেওয়ার সময়ে যেন কোনও ভাবেই গর্ভবতী মহিলার সঙ্গে সঙ্গে গর্ভে বেড়ে ওঠা সন্তানের পুষ্টির অভাব না হয়৷ প্রকল্পের সুবিধা পেতে ASHA বা ANM-এর মাধ্যমে ‘প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা’-র অধীনে আবেদন করতে হবে।