লাইফস্টাইল

দূষণ থেকে ত্বকের সুরক্ষা

দূষণ হচ্ছে ত্বকের অন্যতম শত্রু। শীতে প্রকৃতিতে ধুলোবালির পরিমাণ আরও বেড়ে যায়। এ ধরনের দূষণে ত্বক প্রাণহীন হয়ে পড়ে। এছাড়া অ্যালার্জি ও ব্রণের সমস্যাও দেখা দেয়। জেনে নিন দূষণ থেকে কীভাবে ত্বককে সুরক্ষিত রাখবেন-
১। করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য এখন আমরা সবাই মাস্ক ব্যবহার করি। এই অভ্যাস ধরে রাখুন। এটা দূষণ থেকে আপনার ত্বককেও সুরক্ষা প্রদান করবে।
২। ত্বক নিয়মিত পরিষ্কারের বিকল্প নেই। বিশেষ করে বাইরে থেকে ফেরার পর ও রাতে ঘুমানোর আগে। বাইরে বের হওয়ার সময় সঙ্গে রাখতে পারেন ছোট একটি ফেশওয়াসের টিউব ও ওয়েট টিস্যু। দীর্ঘসময় বাইরে থাকলে এগুলো দিয়ে ত্বক পরিষ্কার করে নিন।
৩। সপ্তাহে একবার ত্বক স্ক্রাবিং করুন। এতে জমে থাকা মরা চামড়া দূর হবে ও ময়লা জমে বন্ধ হয়ে যাওয়া রোমকূপ খুলবে।
৪। দূষণ থেকে ত্বক বাঁচাতে পাতে রাখতে পারেন এমন কিছু খাবার যা ত্বকের কোষকে প্রাকৃতিকভাবেই সজীব ও শক্তিশালী রাখবে। ভিটামিন সি, ই, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, বিটা-ক্যারোটিনযুক্ত খাবার খান। বাদাম, পালং শাক, কমলা থেকে এসব পুষ্টি উপাদান পাবেন।