বিনোদন

ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন প্রসেনজিৎ

অনেকটা বড় হয়ে গিয়েছে ছেলে তৃষাণজিৎ। এখন তার ক্লাস টেন। তবুও সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে তার আদরের তৃষাণজিৎ এখনও সেই ছোট্টই। মঙ্গলবার ৫ জানুয়ারি ছিল তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রসেনজিৎ তার ইনস্টাগ্রামে বেশকিছু ছবি পোস্ট করেছেন।

ছেলের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, ”একটার পর একটা দিন কাটছে, আর তুমি বড় হয়ে উঠছ। তোমাকে সুন্দর একটা মানুষ হয়ে উঠতে দেখে আমি গর্বিত ও আনন্দিত বোধ করছি। ভীষণ আনন্দে থেকো। যা তোমায় আনন্দ দেয় সেই কাজ থেকে কখনও বিরত থেকো না। শুভ জন্মদিন আমার পুত্র।’

প্রসেনজিৎ-অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তান তৃষাণজিৎ। বর্তমানে তৃষাণজিৎ ইউরোপে পড়াশোনা করছে। তবে করোনাকালে অভিনেতার ছেলে বিদেশ থেকে বাড়িতে ফিরেছে। আপাতত অভিনেতার অনেকটা সময় তাই ছেলের সঙ্গেই কাটছে। এদিকে, অর্পিতা চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে, ছুটি কাটাতে তিনি কোনও পাহাড়ি শহরে গিয়েছেন। তবে প্রসেনজিৎ এবং তাদের ছেলে তার সঙ্গে গিয়েছেন কিনা তা অবশ্য স্পষ্ট নয়।