Prosenjit and Jaya are going to act together again. This time they are teaming up in a movie titled 'Asato Ma Sadagmoy'. They are starring in the movie in the story of the struggle for human survival in the Corona crisis. Besides, Rudranil Ghosh and Arun Mukherjee are also performing.
বিনোদন

আবারও প্রসেনজিৎ-জয়া জুটি

নির্মাতা অতনু ঘোষের ‘রবিবার’ সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী জয়া আহসান প্রথম জুটি বেঁধে অভিনয় করেন। গতবছরের শেষ সপ্তাহে সিনেমাটি মুক্তি পায়। এই জুটিকে গ্রহণ করেন দর্শক। সিনেমাটি নিয়ে তারা দারুণ প্রশংসা কুড়িয়েছেন। আবারও একসঙ্গে অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ-জয়া। এবার ‘অসতো মা সদগময়’ শিরোনামের একটি সিনেমায় তারা জুটি বাঁধছেন।

করোনার সঙ্কটের মধ্যে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের গল্পে সিনেমাটিতে তারা অভিনয় করছেন। এছাড়া আরও অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়। পরিচালনা করবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত জানান, মাত্র পাঁচ চরিত্র নিয়ে এগিয়ে যাবে এই সিনেমার গল্প। এর চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ও নির্মাতা নিজে। এছাড়া সিনেমার সংগীত পরিচালনাও করছেন নির্মাতা নিজেই। করোনার মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান ইন্দ্রদীপ।