করোনা আক্রান্ত হলেন বিশিষ্ট নাট্যকার সুমন মুখোপাধ্যায়। নিজেই ফেসবুকে পোস্ট করে এই খবর জানিয়েছেন। আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন তিনি।
রবিবার একটি ফেসবুক পোস্ট করে নাট্যকার তথা চলচ্চিত্র পরিচালক সুমন মুখোপাধ্যায় জানান তিনি করোনায় আক্রান্ত। তাঁর এই অসুস্থতার জেরে একাধিক পূর্বপরিকল্পিত অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, ২২ নভেম্বর নির্ধারিত দুটো নাটকের শো হবে। সেই নাটকে অভিনয় করবেন না সুমন মুখোপাধ্যায়।
সুমন লিখেছেন, ”আমার কোভিড পজিটিভ। এমতাবস্তায়, আগামী ২২শে নভেম্বর ‘চেতনা’র ৪৯তম জন্মদিনে আয়োজিত নতুন নাটক ‘নতুন বিশ্ব ব্যবস্থা ও নেতাজী’র অভিনয় আমরা বাতিল করতে বাধ্য হচ্ছি। আলোচনা এবং বই প্রকাশের অনুষ্ঠানও স্থগিত রইল। এই জরুরিকালীন অবস্থায় আমরা ওইদিন সন্ধ্যায় ‘কুসুম কুসুম’ এবং ‘গিরগিটি’ নাটকের অভিনয় করব।”
এরপর তিনি আরও লিখেছেন, ”আশা করি, এই অপ্রত্যাশিত অবস্থার মধ্যে আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। নমস্কার।”
ফেসবুকে এই খবর পাওয়ার পর সুমন মুখোপাধ্যায়ের ভক্তরা চিন্তিত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই। আবার তাঁকে মঞ্চে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। অন্যদিকে বিখ্যাত পারকাশানিস্ট বিক্রম ঘোষও করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন।