করোনায় আক্রান্ত বিশিষ্ট সুরকার পণ্ডিত বিক্রম ঘোষ। শনিবার একথা তিনি নিজেই ফেসবুকে জানিয়েছেন।
পুজোর মরশুম কাটতেই শহরে আবার বেড়েছে করোনার দাপট। নানা অনুষ্ঠানে যোগ দিতে হয়েছে বিক্রমকে। সবক্ষেত্রে মাস্ক পরে থাকা সম্ভব হয়নি শিল্পীর পক্ষে। সম্ভবত এর ফলে সংক্রমিত হয়েছেন তিনি। পরীক্ষার ফলাফল জানার পরেই নিজেকে ঘরবন্দি করে নিয়েছেন ‘গোলন্দাজ’ ছবির সুরকার। জানা গেছে,হোমিওপ্যাথি চিকিৎসা চলছে শিল্পীর। শিল্পী-পত্নী জয়া শীল জানান, বছরখানেক আগেও তাঁর করোনা হয়েছিল। তখনও তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করান। তাঁরা বরাবর এই বিশেষ চিকিৎসা পদ্ধতিতে বিশ্বাসী। এবং তাঁদের চিকিৎসকের পরামর্শ, প্রয়োজন হলে তিনিই তাঁদের অ্যালোপ্যাথি চিকিৎসার কথা বলবেন।
ইতিমধ্যেই করোনার দু’টি টিকা নেওয়া হয়ে গিয়েছে বিক্রমের। ফলে, সংক্রমণ নিয়ে খুব একটা আতঙ্কিত নন তারা। তবে রোগকে বশে রাখতে বিক্রম চিকিৎসকের পরামর্শ মত নিয়ম মেনে চলছেন।