দেশ লিড নিউজ

অমিত শাহের ছবি গায়েব টুইটারে

আচমকা গায়েব হয়ে গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ছবি। পরে ছবিটি ফিরে আসে টুইটারে। টুইটারের মুখপাত্র জানান, আন্তর্জাতিক স্বত্বাধিকার নীতির কারণে সাময়িকভাবে লক করে দেওয়া হয় অমিতের অ্যাকাউন্টটি। তাহলে কী নিয়ম মানেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর অনেকেই দেখেন, শাহের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ছবিটি নেই। প্রোফাইল ছবির জায়গায় ক্লিক করলে ফুটে উঠছে, ‘‌মিডিয়া দেখানো হচ্ছে না। এক কপিরাইটধারীর রিপোর্টের ভিত্তিতে এই ছবিটি সরিয়ে দেওয়া হয়েছে।’ কী কপিরাইট লঙ্ঘন করা হয়েছে?‌ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
অমিত শাহের টুইটার অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ২ কোটি ৩৬ লক্ষ। তিনি ফলো করেন ২৯৬ জনকে। মিনিট কুড়ির মধ্যে অবশ্য আবারও শাহের টুইটারে অ্যাকাউন্টে ছবি ফিরে আসে। ভুল করে এই কাজ করা হয়েছিল বলে জানিয়েছে টুইটার। স্বত্বাধিকার আইন নিয়ে বিস্তারিত জানায়নি টুইটার। তবে তাদের কপিরাইট পলিসি বলছে, ছবির উপরে অধিকার ব্যক্তির নয়, বরং ফটোগ্রাফারের। পরে টুইটার কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক কপিরাইট নীতি মেনে চলে সংস্থা। সেখানেই একটা ভুলের কারণে সাময়িকভাবে লক করে দেওয়া হয়েছিল।
টুইটারের মুখপাত্র জানান, বিশ্বজনীন কপিরাইট নীতির জেরে অমিত শাহের টুইটার ডিসপ্লে পিকচার তারা সরিয়ে দিয়েছিল। কিন্তু খুব দ্রুত সেই ভুল শুধরে নেওয়া হয়েছে ও এখন কোনও সমস্যা নেই।