দেশ ব্রেকিং নিউজ

জাতিগত বৈষম্যে ইস্তফা অধ্যাপকের

জাতিগত বৈষম্যের অভিযোগ উঠল শিক্ষাঙ্গনে। আর সেই অভিযোগে পদত্যাগ করলেন আইআইটি–মাদ্রাজের এক অধ্যাপক। এমনকী এই মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে। বিতর্ক তৈরি হয়েছে। কেন এমন হল তার তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করছেন অনেকে।

জানা গিয়েছে, ইস্তফাপত্রে বিশ্ববিদ্যালয়ে ঘটা জাতিগত বৈষম্য নিয়ে সরব হন অর্থনীতি বিভাগের ওই সহকারী অধ্যাপক। তিনি লেখেন, ‘‌আইআইটি–মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। আমার ইস্তফার অন্যতম কারণ, বিশ্ববিদ্যালয়ের জাতিগত বৈষম্য। ২০১৯ সালে এই বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পর থেকেই তা আমি প্রত্যক্ষ করেছি। বিশ্ববিদ্যালয়ের একটা অংশ নিজেদের ক্ষমতা ব্যবহার সেই বৈষম্যমূলক কাজ করেছে।’‌

তবে এই অভিযোগের বিষয়ে মুখ খোলেনি আইআিটি মাদ্রাজ কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে জানান হয়েছে, অধ্যাপকের পাঠানো ইমেল নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হবে না। যদি কেউ কোনও অভিযোগ করে থাকে, তবে তা খতিয়ে দেখা হবে । তবে এই প্রথম নয়, আগেও আইআইটি–মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে জাতিগত বৈষম্যের অভিযোগ উঠেছে। এমনকী ২০১৯ সালে যার জেরে এক পড়ুয়ার মৃত্যুও হয়।