আবার জেগে উঠল ভিমা কোরেগাঁও ইস্যু। করোনা আবহে ভিমা কোরেগাঁও কাণ্ডে গ্রেপ্তার করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এনআইএয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত ব্যক্তি হ্যানি বাবু মুসায়িলারবিত্তিল তারায়িল ‘মাওবাদী আদর্শে বিশ্বাসী।’ ৫৪ বছর বয়সি হ্যানি বাবু দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। তবে কোনও উপযুক্ত প্রমাণ আছে কিনা তা জানানো হয়নি।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২০১৭ সালে পুনের ভিমা কোরেগাঁওয়ে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এক জনের মৃত্যুর পাশাপাশি ব্যাপক সংঘর্ষ হয়। এই বিষয়ে জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এলগার পরিষদের বৈঠকে অতিবাম মনোভাবাপন্ন সমাজকর্মীরা যোগ দেন। সেখান থেকে প্ররোচনামূলক বার্তা দেওয়া হয়। ব্যাপক হারে হিংসা ছড়িয়ে পড়ার ইন্ধন এই সমাজকর্মীরাই দিয়েছিলেন বলে এনআইএ’র অভিযোগ।
এই ঘটনার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষা হচ্ছিল বলেও অভিযোগ করে মহারাষ্ট্র পুলিশ। তার পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের আগস্ট মাসে ব্যাপক ধরপাকড় করে মহারাষ্ট্র পুলিশ। কবি ভারভারা রাও–সহ আরও বেশ কয়েকজন সমাজকর্মীকে গ্রেপ্তার করা হয়। গত ২৪ জানুয়ারি এই মামলাটি হাতে নেয় এনআইএ। ১৪ এপ্রিল আরও দুই সমাজকর্মী আনন্দ টেলতুম্বদে ও গৌতম নওলখাকে গ্রেপ্তার করে এনআইএ। তাদের সূত্র ধরেই হ্যানি বাবুর কাছে পৌঁছয় এনআইএ বলে সূত্রের খবর। আজ হ্যানি বাবুকে এনআইএ আদালত তোলা হবে।