লাগাতার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়া সদরে তৃণমূল কংগ্রেসের পদযাত্রা। রবিবার সকালে শিবপুর ট্রাম ডিপো থেকে প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন ডাঃ সুজয় চক্রবর্তী ছাড়াও তৃণমূলের জেলা সদরের নেতৃত্বরা।
প্রতিবাদ মিছিল প্রসঙ্গে অরূপ বাবু বলেন, “সাধারণ মানুষের কথা না ভেবেই লাগাতার দাম বৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকার। পেট্রোল-ডিজেলের এই মূল্যবৃদ্ধি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি কে উৎখাত করবে দেশ থেকে। শুধু তাই নয়, সাধারণ মানুষের ওপর এই আর্থিক চাপ প্রভাব ফেলবে। দিনের-পর-দিন পেট্রোল ডিজেল গ্যাস এমনকি ওষুধ মহার্ঘ হচ্ছে। পরিস্থিতি সাধারণ মানুষের আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। বিজেপি এর উপযুক্ত জবাব পাবে।”
প্রসঙ্গত, তৃণমূলের রবিবাসরীয় প্রতিবাদ মিছিলে হাজারখানেক তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত হয়। প্রতিবাদ মিছিলে পা মেলান তৃণমূল মহিলা কংগ্রেস সদস্যরাও।
অন্যদিকে, আজ হাওড়ায় দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে মিছিল করে হাওড়া জেলার কংগ্রেস। সবজি ভর্তি ঠেলা ও গ্যাসের সিলিন্ডারের প্রতিকৃতি নিয়ে অভিনব মিছিল কংগ্রেসের। হাওড়ার সন্ধ্যা বাজার থেকে হাওড়া ময়দান অব্দি মিছিল মোড়ে তারা। রাজ্য়ের তৃণমূল কংগ্রেসের সরকার ও কেন্দ্রে মোদি সরকারের বিরুদ্ধে দ্রব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এই মিছিল করে কংগ্রেস। হাওড়া ময়দানে গ্যাস সিলিন্ডার ও পেট্রোল পাম্পের পেট্রোল দেওয়ার যন্ত্রের প্রতিকৃতিতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় জেলা কংগ্রেস। তাদের অভিযোগ রাজ্য ও কেন্দ্রীয় সরকার দুজনেই সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের উপরে শোষণ করছে। আজকের মিছিল থেকে পেট্রো পণ্য সহ গ্যাসের দাম কমানোর দাবি জানায় তারা।