এক সপ্তাহও কাটল না। আবার বিভ্রাট ফেসবুক এবং ফেসবুকের মালিকানাধীন তিন সংস্থা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। শুক্রবার অনেকে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন ফেসবুক এবং এর অধীনস্থ তিন সংস্থা তাঁরা ব্যবহার করতে পারছেন না।
অভিযোগের সত্যতা স্বীকার করে ফেসবুক জানায়, ‘অনেকেই আমাদের সার্ভারের নাগাল পাচ্ছেন না। আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’ সোমবারই ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে বড়সড় বিভ্রাট দেখা দেয়। প্রায় ছ’ঘণ্টা ধরে পরিষেবা না পেয়ে ক্ষোভে টুইটারে মিমের বন্যা বইয়ে দেন অনেকে। ত্রুটিপূর্ণ কনফিগারেশনের জন্য বিভ্রাট বলে সেবার জানিয়েছিল ফেসবুক।
চারদিনও কাটল না। আবার বিভ্রাট। শনিবার ফেসবুক জানিয়েছে, ‘সার্ভারে কোনও সমস্যা রয়েছে। এই জন্যই ব্যবহারকারীরা যথাযথ পরিষেবা পাচ্ছেন না। সমস্যা কতটা প্রসারিত হয়েছে, আমরা জানি না।’ শুক্রবার প্রায় দু’ঘণ্টা বিভ্রান্তি চলেছিল বলে জানিয়েছে ডাউনডিটেক্টর নামে ইন্টারনেটের বিভ্রান্তি বিষয়ক নজরদারি সংস্থা। সপ্তাহের মধ্যে দু’বার পরিষেবার বিভ্রান্তি। রেয়াত করেনি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এবারও মিম তৈরি হয়েছে টুইটারে। এক মিমে বলা হয়েছে, ‘ফেসবুককে দেখুন। সপ্তাহে তিনদিন কাজ করছে। সোমবার এবং শুক্রবার বন্ধ?’