ভবানীপুর উপনির্বাচনে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে প্রার্থী করল গেরুয়া শিবির। রাজ্য বিজেপিতে নানা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ভোট পরবর্তী হিংসা মামলাতে আইনজীবী হিসেবে লড়াই করেন তিনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।
একুশের বিধানসভা নির্বাচনে এন্টালি থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। কিন্তু তিনি হেরে যান। তবে আদালতে দুঁদে আইনজীবী হিসেবে পরিচিত প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। অতীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় লড়াই করেন তিনি। রাজনৈতিক মামলাগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল।
সম্প্রতি ভোট পরবর্তী হিংসা মামলাতেও আইনজীবী ছিলেন তিনি। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমের বিভিন্ন ডিবেট শোয়ে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। তাই এই লড়াকু নেত্রীকে প্রার্থী হিসেবে তুলে ধরল বিজেপি।