বিনোদন

মার্কিন নির্বাচন নিয়ে মন্তব্য প্রিয়াঙ্কার

আজ বিশ্ব জুড়ে আলোচনার বিষয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। রাজনীতিবিদ ও আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষকদের পাশাপাশি মাল্টি ন্যাশনাল কোম্পানির মিটিং রুম এবং চায়ের দোকানেও আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে ট্রাম্প ও বাইডেন। এমন আলোচনা মুখর একটি বিষয়ে বিনোদন জগতের তারকারা কিভাবে চুপ থাকবেন! অবশেষে জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন নির্বাচন নিয়ে মুখ খুললেন।

ইনস্টগ্রামে দেয়া এক পোস্টে #uselection ব্যবহার করে তিনি লেখেন, “২০২০ সাল নিয়ে অনিশ্চয়তা এখনো চলমান . . . পরিবারকে সঙ্গে নিয়ে মার্কিন নির্বাচন দেখছি লস অ্যাঞ্জেলস থেকে। এখনো অনেক ভোট গণনা বাকি। মনে হচ্ছে এই রাতটা অনেক দীর্ঘ হবে।”