দেশ ব্রেকিং নিউজ

প্রিয়াঙ্কা গান্ধীর পুলিশ হেপাজত

কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে কংগ্রেসের রাষ্ট্রপতি ভবন অভিযানে বাধা পুলিশের। প্রিয়াঙ্কা গান্ধী–সহ আরও কয়েকজন কংগ্রেস নেতাকে হেপাজতে নিয়েছে দিল্লি পুলিশ। এই আইনের বিরুদ্ধে দু’‌কোটি স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকপত্র জমা দিতে রওনা দিয়েছিলেন কংগ্রেস নেতারা। এই ঘটনায় দেশে গণতন্ত্র নেই। যাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলবেন, তাঁরাই সন্ত্রাসবাদাবীর তকমা পাবেন বলে সোচ্চার হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এদিন মোদী সরকারের তীব্র আলোচনা করে প্রিয়াঙ্কা বলেন, ‘‌সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললেই সন্ত্রাসবাদী তকমা দেওয়া হচ্ছে। আজ কৃষকদের প্রতি সমর্থন জানতে এই অভিযান শুরু করেছি আমরা। আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি। সাংসদরা জনতার দ্বারা নির্বাচিত। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার তাঁদের অধিকার রয়েছে। তা হলে তাঁদের সেখানে যেতে দিতে অসুবিধা কোথায়?’‌
প্রাক্তন কংগ্রেস সভাপতির কথায়, ভারতে কোনও গণতন্ত্র নেই। প্রধানমন্ত্রীর বিরোধিতা করলেই সন্ত্রাসবাদী বলে দেওয়া হবে। আরএসএস প্রধান মোহন ভাগবতও যদি মোদীর বিরোধিতা করেন, তবে তাঁকে জঙ্গি বলা হবে। প্রধানমন্ত্রী মোদী শুধু পুঁজিপতিদের জন্য কাজ করছেন।
উল্লেখ্য, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে প্রায় ২ কোটি সই সংগ্রহ করেছে কংগ্রেস। বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে এই মর্মে স্মারকপত্র জমা দিতে রওনা দিয়েছে কংগ্রেসের একটি প্রতিনিধিদল। এই দলের নেতৃত্বে রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের বিরোধিতা প্রথম করেন রাহুল গান্ধীই। তিনিই পাঞ্জাবে গিয়ে ট্র্যাক্টরে চেপে আন্দোলনের সূচনা করেন।
এদিকে বিজেপি নেতারা স্পষ্ট দাবি করেছেন, কৃষকদের এই বিক্ষোভের নেপথ্যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং কংগ্রেসের প্রত্যক্ষ মদত আছে। এতদিন আইন বাতিলের দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছিলেন রাহুল গান্ধী নিজেও।
অন্যদিকে দু’‌কোটি কৃষকের স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন কংগ্রেসের প্রতিনিধিদল। ওই দলে রাহুল গান্ধী ছাড়াও ছিলেন গুলাম নবি আজাদ, অধীররঞ্জন চৌধুরি। তাঁরা কৃষকদের স্বার্থে এই আইন প্রত্যাহার করতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর রাহুলের খোঁচা, ‘‌এটা সকলের জানা উচিত, দেশের প্রধানম%E