প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সংসারে খুশির খবর। ঘরে এলো নতুন সদস্য। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি জানান অভিনেত্রী নিজেই। সারোগেসির মাধ্যমে এই কন্যাসন্তানের মা হলেন প্রিয়াঙ্কা।
সূত্রের খবর, অনেক দিন ধরেই পরিবার পরিকল্পনা করছিলেন নিক-প্রিয়াঙ্কা। প্রথমে নিজেই সন্তান ধারনের কথা ভেবেছিলেন। কিন্তু পরে বয়সের কথা ভেবে পিছিয়ে আসেন অভিনেত্রী। কারণ তাঁর বয়স এখন প্রায় চল্লিশের কোঠায়। তাই পরবর্তীতে সারোগেসির সিদ্ধান্ত নেন নিক-প্রিয়াঙ্কা।
সম্প্রতি এক হলিউড সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, তাঁর ও নিকের ভবিষ্যতের একটা বড় অংশ সন্তান ধারন। তিনি মা হতে চান। তাদের দুজনেরই খুব ব্যস্ত জীবনকে আরেকটু ধীর করার কথাও তাঁরা ভাবছেন বলে জানান প্রিয়াঙ্কা। এর আগে জোনাস পরিবারের শো ‘জোনাস ব্রাদারস ফ্যমিলি রোস্ট’এ সময় অতিথি হয়ে এসে সর্বসমক্ষে মা হওয়ার ইঙ্গিত নিয়ে মজা করেছিলেন প্রিয়াঙ্কা। শো তে এসে অভিনেত্রী দর্শকদের বলেন, “আপনারা যদি না জানেন, তাহলে বলে দিই জোনাস পরিবারে আমরাই একমাত্র জুটি যাদের এখনো সন্তান হয়নি। সেই জন্য আমি এই ঘোষনাটা করতে পেরে খুব উত্তেজিত যে আমি আর নিক আশা করছি…” এতটা বলে একটু বিরতি নেন তিনি।
উল্লেখ্য, কয়েক মাস আগেই নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নিজের নামে স্বামীর পদবী সরিয়ে নেন অভিনেত্রী। তবে সেই সমস্ত গুঞ্জনকে উড়িয়ে দিয়ে এখন খুবই উচ্ছ্বসিত মা প্রিয়াঙ্কা এবং নিক।