দেশ ব্রেকিং নিউজ

রাহুলের ‘ন্যায় যাত্রা’ এড়ালেন প্রিয়াঙ্কা, অনুপস্থিতি নিয়ে বাড়ছে জল্পনা!

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কলকাতা থেকে ফিরেই তাঁকে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়।

দিল্লির হাসপাতালের মেডিক্যাল টিম প্রিয়াঙ্কা গান্ধী বঢরার হেলথ বুলেটিনে জানিয়েছেন, ডিহাইড্রেশনের সমস্যা হয়েছিল। হাসপাতালের মেডিক্যাল টিম তাঁকে পরীক্ষা করে জানিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধী পেটের সংক্রমণ হয়েছিল।

প্রসঙ্গত, গত বুধবার প্রিয়াঙ্কা গান্ধী একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান করতে কলকাতায় এসেছিলেন। কলকাতা থেকে দিল্লি ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন সোনিয়া কন্যা। গত শুক্রবার তাঁকে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করতে হয়। তিন-চারদিন ধরে একাধিক পরীক্ষা করা হয় কংগ্রেসের সাধারণ সম্পাদকের। এরপর তাঁর শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছুটি মিলেছে সোমবার।

গত শুক্রবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগদানের কথা ছিল প্রিয়াঙ্কা গান্ধীর। উত্তর প্রদেশে এই যাত্রা প্রবেশ করার পরই দাদার সঙ্গে যাত্রায় পা মেলানোর কথা ছিল তাঁর। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে তিনি ন্যায় যাত্রায় যোগ দিতে পারেননি। নিজেই সে কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন সোনিয়া কন্যা।