বিনোদন ব্রেকিং নিউজ

হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা- অর্জুন

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। আহত হয়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তীও। প্রিয়াঙ্কার চোট বেশ গুরুতর। জানা গিয়েছে, ওয়েব সিরিজের শুটিং চলাকালীন এক  মত্ত বাইক চালকের ধাক্কায় আহত হন তারা।

শুক্রবার রাতে রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ নামে এক ওয়েব সিরিজের শুটিং করছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং তাঁর সহ অভিনেতা ছিলেন অর্জুন চক্রবর্তী। সেই সময়ই শুটিংয়ের সেটে কর্ডন ভেঙে এক মত্ত বাইকচালক ঢুকে পড়ে দুর্ঘটনাটি ঘটায়। ঘটনায় গুরুতর জখম হন প্রিয়াঙ্কা এবং অর্জুন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনায় প্রিয়াঙ্কার পায়ের হাড় ভেঙে গিয়েছে। আজই তাঁর অস্ত্রোপচার করা হবে। তবে পরীক্ষা নিরীক্ষার পর অর্জুনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, ওই ওয়েব সিরিজের শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রিয়াঙ্কা সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত বন্ধ থাকবে শুটিং। অপরদিকে, দুর্ঘটনার পর থেকে ওই বাইক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এবং দুর্ঘটনার ঘটনায় স্বাভাবিকভাবেই রাজারহাটের পথ নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।